• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুলাই ৭, ২০২৪
শাল্লায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু

সন্দীপন তালুকদার সুজন,শাল্লা প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লায় হাওরের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে সমেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৭ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। সমেদ মিয়া উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও (নতুনপাড়া) গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে নৌকা চালাচলের সময় বিদ্যুতের নিচু তারের সংস্পর্শে চলে আসে। এসময় বৈদ্যুতিক লাইনের সাথে শর্ট খেয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

কারেন্টের শর্ট খেয়ে সমেদ মিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত থানা পুলিশের সাব-ইন্সপেক্টর নাজমুল হাসান জানান, সে বিদ্যুতপৃষ্ঠে মারা গেছে। এখন আমাদের কার্যক্রম চালাচ্ছি।