• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

সাংবাদিক বাবরের মাতার সুস্থতা কামনায় খতম ও দোয়া

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৩
সাংবাদিক বাবরের মাতার সুস্থতা কামনায় খতম ও দোয়া

এশিয়ান টেলিভিশনের সিলেটের ক্যামেরাপার্সন বদরুর রহমান বাবরের মাতা আছমা খানম গুরুতর অসুস্থ। তার সুস্থতা কামনায় সিলেট সোমবার বাদ মাগরিব নগরীর নয়াসড়কে খতমে কোরআন ও খতমে না’রি করা হয়েছে। পরে সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

পৃথক খতমে অংশ নেন নয়াসড়ক জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ হোসাইন, হাফিজ মাওলানা নুরুল আমিন, হাফিজ গোলাম রহমান, নয়াসড়ক মাদ্রাসার হাফিজ মাওলানা আব্দুল্লাহ, আবদাল হোসেন, হাফিজ আব্দুল আজিজ, হাফিজ আব্দুল হক, হাফিজ জাবির উদ্দিন।

এদিকে আছমা খানমের সুস্থতার জন্য সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য নানা শারীরিক জটিলতায় গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৫ দিন ধরে নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালের এইচডিইউতে চিকিৎসা চলছে সাংবাদিক বাবরের মাতা আছমা খানমের।