হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার ::::: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সুনামগঞ্জ ২ আসনের মনোনীত এম পি পদপ্রার্থী জননেতা ড. মাওলানা শোয়াইব আহমদ কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহা সচিব, ইউ কে জমিয়েতের সংগ্রামী সভাপতি সাহেব এর আসন্ন ত্রয়োদশ নির্বানি প্রচারণার কাজ আজ শাল্লা সদর ঘুঙ্গিয়ার গাঁও বাজারে শতাধিক প্যাস্টন লাগাতে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ সাংগঠনিক সম্পাদক মাওলানা রুকনুুদ্দীন আল মাহমুদ যুব জমিয়ত বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার দপ্তর সম্পাদক ক্বারী মুহিবুর রহমান সওদাগর, শাল্লা ডিগ্রি কলেজ এর আহ্বায়ক ছাত্র নেতা সুহেল আহমদ রাজ প্রমুখ। উল্লেখ ড. মাওলানা শোয়াইব আহমদ দীর্ঘ ত্রিশ বছর যাবত শাল্লা দিরাই’র উপজেলাবাসীর বিভিন্ন সেবামূলক কাজ আঞ্জাম দিয়ে আসছে।