নুরুল হক শিপু, যুক্তরাজ্য ::
বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, দেশের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকার মাঝি করেছেন। আনোয়ার চৌধুরী আওয়ামী লীগ তথা শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। আনোয়ার চৌধুরী নৌকার মাঝি হওয়া লাখ লাখ প্রবাসীদের মনের ভাসনা পূরণ হয়েছে। আনোয়ারুজ্জাম নৌকা প্রতীক নিয়ে সিলেটের মেয়র নির্বাচিত হলে সিলেট মহানগরের কোটি মানুষের জন্য যেমনি উন্নয়ন নিয়ে আসবেন তেমনি লাখ লাখ প্রবাসীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন।
তিনি বলেন, কথা দিতে পারি আমরা রেমিট্যান্স যোদ্ধা, আনোয়ার চৌধুরী মেয়র হলে সিলেট তথা দেশে রেমিট্যান্স আরো বাড়িয়ে দেবো। সরকারের পাশাপাশি ব্রিটেনে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের ঘাম আর শ্রমের পাউন্ডে সিলেটকে আমরা অনন্য নগরীতে রূপ দেবো। আমরা প্রবাসীরা বিমার ভরে ভরে দেশে যাচ্ছি ইনশাআল্লাহ স্বাধীনতার প্রতীক, আওয়ামী লীগের প্রতীক, বাঙালির প্রতীক, বাংলার আপামর জনতার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করে আমরা ব্রিটেনে ফিরবো।
মঙ্গলবার (৬জুন) রাত ১২টায় যুক্তরাজ্যের দ্বিতীয় সর্ববৃহত্তম নগরী বার্মিংহামের একটি অভিজাত হলে বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে আওয়াজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বার্মিংহাম যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাদ্দিক আহমেদ শ্যামলের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দুছ আলী, সহসভাপতি
বশির মিয়া কাদির, বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি
শাহ রুকন আহমদ, যুগ্ম সাধারণ সাইফুল আলম, স্টোক অন ট্রেন্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী।
বক্তব্য রাখেন, আব্দুস শুকুর, মোস্তাফিজুর রহমান সেলিম, এনামুল হক খান নেফা, হোসেন আহমদ, মোস্তাফিজুর রহমান দিপু শেখ, বার্মিংহাম আওয়ামী লীগ, ফাহাদ আহমদ রাসেল, মজনু মিয়া, মির্জা শরিফ , স্টোক ট্রেন আওয়ামীলীগ, রহমত আলী, মকসুদ মিয়া।
বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ।
যুবলীগ নেতা, সুহেল আহমদ, নজরুল মিয়া, নুরুল হক শিপু, হাবিবুর রহমান, বাবলু মিয়া, বকুল মিয়া, কামাল আহমেদ, নাজমুল খান,
ওয়েষ্টমিডল্যান্ড যুবলীগ নেতা আলম মিয়া, সাকেল আহমদ,
উজ্জ্বল মিয়া, আব্দুস সামাদ,
রুহেল আহমদ , শেরওয়ান মিয়া ,
কভেন্ট্রি ছাত্রলীগের সভাপতি আহমদ আলম কবির, সাধারণ সম্পাদক রাফি প্রমুখ।