• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল সিলেট থেকে গ্রেপ্তার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৩
হবিগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল সিলেট থেকে গ্রেপ্তার

শাল্লার খবর ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিবলু মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার রাত ১টায় চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয়তোষ দাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সিলেট পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল শিবলু মিয়া চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার ছেলে।

এসআই প্রিয়তোষ বলেন, রোববার কনস্টেবল শিবলুকে সিলেট থেকে গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার বিস্তারিত তথ্য পরে জানাবেন।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা ও গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ওই ছাত্রীর বাবা।