শাল্লার খবর ডেস্ক ::: বৃহস্পতিবার শেষ হয়েছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল)। চতুর্থবারের মতো দেশসেরা টি-টোয়েন্টি লিগ জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে দলটি হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে।
বিপিএলের এবারের আসরে ফাইনালের দিন দেওয়া হয়েছে প্রায় সোয়া ৩ কোটি টাকার পুরস্কার।
চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্রফির পাশাপাশি পেয়েছে ২ কোটি টাকার অর্থ পুরস্কার। রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স পেয়েছে ট্রফির সঙ্গে ১ কোটি টাকা।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৪ ফিফটিতে ৫১৬ রান করা শান্ত পেয়েছেন ১০ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ৫ লাখ টাকাও জিতেছেন তিনি।
ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ জনসন চার্লস পেয়েছেন ৫ লাখ টাকা। ৭ চার ও ৫ ছয়ে ৫২ বলে ৭৯ রান করেন চার্লস।
সর্বোচ্চ উইকেটের ৫ লাখ টাকা পুরস্কার যৌথভাবে পেয়েছেন কুমিল্লার তানভির ইসলাম ও তৃতীয় হওয়া রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার। হাসান ১৪ ম্যাচে পেয়েছেন সমান উইকেট।
সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন রানার্স-আপ দল সিলেট স্ট্রাইকার্সের মুশফিকুর রহিম। উইকেটের পেছনে ১৪টি ডিসমিসালের জন্যে ৩ লাখ টাকা পেয়েছেন মুশফিক।