শাল্লার খবর ডেস্ক ::: রয়্যালস নামে অভিষেক আসরেই বিপিএলে যাত্রা শুরু হয়েছিল সিলেটের। সাফল্য মেলেনি। উদ্বোধনী আসরে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছিল তারা। পরের আসরে প্লে অফে খেললেও, তারপর থেকে ছন্দ হারায় তারা।
এরপর বছরের পর বছর মানহীন ফ্র্যাঞ্চাইজি আর নিম্নমানের দল গড়ে পয়েন্ট তালিকার তলানিতে থাকত সিলেটের নামে থাকা দলগুলো। ফাইনালে খেলা কিংবা চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথ, ম্যাচ জয়েরও দেখা মিলত না তেমন একটা।
সিলেট রয়্যালস নামই শেষ নয়, আরও ছিল কয়েকটি নাম; সিলেট সানরাইজার্স ও সিলেট থান্ডার। নাম ও মালিকানা ভিন্ন থাকলেও অবস্থান ছিল সে একই; পয়েন্ট তালিকার তলানির দিক!
কিন্তু এবার মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে বদলে যায় সিলেট। নাম নেয় সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি অধিনায়ক করে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, আকবর আলী, রুবেল হোসেন, তানজিমদের মতো স্থানীয় প্রতিশ্রুতিশীল ও পুরনোদের নিয়ে দল গড়ে তারা। ম্যাচের পর ম্যাচ জিতে উঠে আসে ফাইনালে। সেখানে অবশ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরে হয়েছে রানার্সআপ।
প্রথমবারের মতো শিরোপা খুব কাছে এসেও শেষ পর্যন্ত ছুঁতে না পারার আক্ষেপে পুড়েছে সিলেট স্ট্রাইকার্স। তবে স্থানীয় সমর্থকরা এমন সিলেটকে দেখতে পেয়ে খুশি। চ্যাম্পিয়ন না হলেও অন্তত পয়েন্ট তালিকার তলানিতে তো নেই! এটাই তাদের কাছে প্রাপ্তি।
ম্যাচ শেষে সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক ফেসবুকে এক পোস্টে দলকে নিয়ে গর্বিত হওয়ার কথাই বলেছেন। মাশরাফি বলেন, ওয়েলডান বয়েজ। তোমরা যা করেছো তার জন্য আমি গর্বিত, পুরো দল গর্বিত। ধন্যবাদ সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান এবং ডিরেক্টরদের আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। ধন্যবাদ কোচিং স্টাফসহ পুরো ম্যানেজমেন্টকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। ধন্যবাদ প্রাপ্য অবশ্যই আমাদের পরিবারের সবাইকে, যেভাবে তারা আমাদের সাপোর্ট করেছে। বিগত দেড় মাস যেভাবে একসাথে সময় কাটিয়েছি খুব মিস করবো সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে আবার, আড্ডা হবে চুটিয়ে। জাতীয় দলে যারা সুযোগ পেয়েছে তাদের জন্য শুভকামনা, এই অভিজ্ঞতা নিশ্চয়ই তারা কাজে লাগাবে। আর যারা অন্যান্য জায়গায় খেলবে আশা করি তারাও মেলে ধরবে তাদের নিজেদেরকে। অসাধারণ সিলেট স্ট্রাইকার্স; অভিনন্দন কুমিল্লা ভিক্টোরিয়ান্স!
ফেসবুকে ইয়াসিন সেলিম লিখেন, শুধুমাত্র লোকাল প্লেয়ার দিয়ে এতদূর আসাটাও গৌরবের।
মো. আরিফ আহমদ নামের একজন লিখেছেন, আফসোস নেই, লড়াই করে হেরেছি।
মো. মাহফুজুর রহমান লিখেন, সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হতে পারোনি তাতে কি, তোমরা ইতোমধ্যে ফ্যানদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার আমেজ দিয়ে দিয়েছো। শুধু আনুষ্ঠানিক ভাবে চ্যাম্পিয়ন হলে না এইটাই। শুধু সিলেটি ফ্যানদের না, সকল ক্রিকেটপ্রেমিদের মন জয় করে নিয়েছো। এরকম একটা টিম নিয়ে এতো দূর আসা চাট্টিখানি কথা না।