• ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৭ হিজরি

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এমপি গোলাপের মামলার আবেদন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এমপি গোলাপের মামলার আবেদন

 শাল্লার খবর ডেস্ক ::: যুক্তরাষ্ট্রে ‘বাড়ি কেনা’ নিয়ে দুদকে লিখিত অভিযোগ দেওয়ার পর সুপ্রিমকোর্টের আইনজীবী ও যুবলীগের সাবেক নেতা সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এ ক্ষতিপূরণের মামলার আবেদন করেন তিনি।

আবেদনে আবদুস সোবহান গোলাপ বলেন, আমাকে নিয়ে ভিডিও ছাড়াও দুদকে গিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে ব্যারিস্টার সুমন মানহানি করেছেন। আমি এ কারণে তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছি।

এ বিষয়ে ব্যারিস্টার সুমন বলেন, একটি অনলাইন পোর্টালে বিষয়টি দেখেছি। আইনি নোটিশ পেলে পরবর্তী পদক্ষেপ নেব।

সম্প্রতি মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রে ‘বাড়ি কেনা’ নিয়ে দুদকে লিখিত অভিযোগ দেন সুমন।

অভিযোগে সুমন বলেছেন, আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ছাড়াও অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান সুমন।