শাল্লার খবর ডেস্ক ::: দেশের সবচেয়ে বড় তাাহিরপুরের জয়নাল আবেদীন শিমুল বাগানে পালিত হয়েছে বসন্ত উৎসব ও ভালবাসা দিবস পালিত হয়েছে।
এই উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি)সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বাগানে নৃত্য, গান, ছবি আকাঁসহ নানা আয়োজন করে।
সকাল থেকে হাজার হাজার পর্যটক দর্শানার্থী ও স্থানীয় বাসিন্দাদের আগমনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। বাগানে কেউ কেউ প্রিয়জন, কেউবা স্ত্রী সন্তান নিয়ে এসেছে শিমুল বাগানে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় জেলা ও স্থানীয় শিল্পী ও গারো এবং হাজং সম্প্রদায়ের গান ও নৃত্য পরিবেশ করেন। এতে মুগ্ধ হন আগত সর্বস্তরের মানুষ।
বসন্ত উৎসব উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদিন, উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান মাসুক মিয়া,বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকাব ও বাগান মালিক উদ্দিন, আফতাব উদ্দিন প্রমুখ।