• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৯ মামলা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত নভেম্বর ২১, ২০২২
জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৯ মামলা

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া পাওনাদের বিরুদ্ধে ৯ টি মামলা করা হয়েছে ।
সোমবার( ২১ নবেম্বর) সিলেট বিদ্যুৎ আদালতের বিউবো’র ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা বিদ্যুৎ সরবারহ (বিউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল জগন্নাথপুরের ইকড়ছই, কেশবপুর, মিরপুর, পাটলী, রানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ২০ গ্রাহকের বিরুদ্ধে ৫ লাখ ২২ হাজার ১৫৭ টাকা বকেয়া বিল আদায় না করায় বিদ্যুৎ আইনে ৯টি মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারী এবং বকেয়া পাওনাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।