শাল্লার খবর ডেস্ক ::: প্রকৃতির রূপ-রঙই বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। রক্তরাঙা শিমুলে ছেয়ে গেছে সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটার তীরে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান।
রুক্ষতা পেরিয়ে এসেছে নতুন প্রাণ, মাতাল হাওয়ায় ডালে ডালে রক্তলালের নাচন। প্রকৃতির এমন অকৃত্রিম আহ্বানে দূর-দুরান্ত থেকে আসছেন পর্যটকরা। গাছে গাছে ফুটে থাকা হাজারো ফুল রাঙিয়ে তুলছে তাদের মন।
২০০৩ সালে বাদাঘাটের ইউপি চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবেদীনের গড়ে তোলা এই শিমুল বাগান আজও মানুষের হৃদয়ে স্থান দখলে রেখেছে।
জয়নাল আবেদীনের ছেলে রাকাব উদ্দিন, জয়নাল আবেদীনের ছেলে বলেন, ‘আমার বাবা জয়নাল আবেদীন শখের বশেই এই শিমুল বাগানটা তৈরি করেছিলেন। আমরা বর্তমানে একটা সিদ্ধান্ত নিয়েছি, একটা নকশা প্ল্যান করা হয়েছে, যেন পর্যটকরা এবং শিশুরা আনন্দ আরও বেশি উপভোগ করতে পারে।’
এদিকে, শিমুল বাগানে বসন্ত বরণ উৎসব আয়োজন করেছে জেলার শিল্পকলা একাডেমি।
সুনামগঞ্জের জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন, ‘শিমুল বাগানের ভিতরেই আমাদের মঞ্চ বানানো হয়েছে। এবং বসন্তকে ঘিরেই আমাদের যে গান-কবিতা রয়েছে, সেগুলোকে নিয়েই আমাদের এই বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।’
শিমুলের এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে বারবার এই জাদুকাটা নদীর তীরে ফিরতে চান ঘুরতে আসা এই প্রকৃতিপ্রেমীরা।