সন্দীপন তালুকদার সুজন,শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবাগত ৮১ জন সহকারী শিক্ষকদের পরিচিতি ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রয়ারি) দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে নবাগত শিক্ষকদের পরিচিতি ও বরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও শিক্ষিকা ডায়না তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, শিক্ষক ব্রজগোপাল দাশ, বনশ্রী মজুমদার, নবাগত শিক্ষক নিহার রঞ্জন দাশ, স্বর্ণালী মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে পাঠ উপস্থাপন করেন শিক্ষিকা ঝুমকা আক্তার ও পূরবী রাণী চৌধুরী।
পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে নবাগত ৮১জন শিক্ষক শিক্ষিকাদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। নবগত ৮১জনের মধ্যে ২৯জন পুরুষ ও ৫২জন নারী শিক্ষক রয়েছেন।
নবাগত শিক্ষকদের পরিচিতি ও বরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।