• ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৭ হিজরি

বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে : নানক

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৩
বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে : নানক

 শাল্লার খবর ডেস্ক ::: বর্তমান সরকারের আমলে হওয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, ‘বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে কথা বলার কিছুই পায় না। এজন্য মানুষ তাদের প্রত্যাখান করেছে।’

শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করার পর তিনি একথা বলেন। এর আগে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতে বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জাহাঙ্গীর কবীর নানক।

বেলা পৌঁনে ২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের সঞ্চালনায় সম্মেলনে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি প্রমুখ।