• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত নভেম্বর ২১, ২০২২
জগন্নাথপুরে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এর আয়োজনে ও সোনালী ব্যাংক জগন্নাথপুর শাখার সহযোগিতায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও ইসলামি ব্যাংকের প্রিন্সিপাল কর্মকর্তা খায়রুল কবিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক (ক্যাশ) সুব্রত দত্ত, সহকারী পরিচালক পার্থ জ্যোতি দে, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সোনালী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক আল আমীন রাসেল, প্রেসক্লাব সভাপতি শঙ্কর রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক প্রমুখ।