• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শান্তিগঞ্জে খেলা ঘরের আহ্ববায়ক কমিটি গঠন : আহবায়ক প্রদীপ, সদস্য সচিব শুভ্রত

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৩
শান্তিগঞ্জে খেলা ঘরের আহ্ববায়ক কমিটি গঠন : আহবায়ক প্রদীপ, সদস্য সচিব শুভ্রত

শান্তিগঞ্জ প্রতিনিধি ::

জেলার শান্তিগঞ্জ উপজেলায় খেলা ঘরের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার(১৩ ফেব্রুয়ারী) বিকালে শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে খেলা ঘরের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন জয়ন্ত তালুকদার পুল্টন।

প্রদীপ কুমার দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলা ঘরের সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলা ঘরের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, অর্থ সম্পাদক প্রদীপ কুমার পাল সহ প্রমুখ।

এসময় খেলা ঘরের জেলার নেতৃবৃন্দ শান্তিগঞ্জ উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন। তারা হলেন- আহবায়ক প্রদীপ কুমার দাস, যুগ্ন আহবায়ক কলি দাস, মিন্টু সূত্রধর, বিজন দেবনাথ, সজীব চন্দ্র, টনিক পুরকায়স্থ, সদস্য সচিব শুভ্রত বেদনাথ(রামা চরণ), সদস্যরা হলেন- অনুপ দেবনাথ, সুমন বিশ্বাস, দুর্জয় বিশ্বাস, নকুল সূত্রধর, রেধুয়ান আহমেদ, গোলসান আহমেদ, মিন্টু তালুকদার, ধ্রুবরাজ চন্দ্র বাধন দে, বাপ্পি দেবনাথ, সেন্টু তালুকদার, বিশ্বজিৎ তালুকদার, ধনজয় দেবনাথ।