• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় কৃষি প্রণোদনার বোরো হাইব্রিড ধান চাষাবাদের উদ্বোধন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৩
দক্ষিণ সুরমায় কৃষি প্রণোদনার বোরো হাইব্রিড ধান চাষাবাদের উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সমলয়ে বোরো হাইব্রিড ধান চাষাবাদের উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের শুভ উদ্বোধন করেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন, মোল্লারগাও ইউনিয়ন এর চেয়ারম্যান মামুন খান, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সম্মানিত কৃষকবৃন্দ। এ পদ্ধতিতে প্রচলিত ধারার বাইরে এসে ট্রেতে বীজতলা করা হয় এবং রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে একই গভীরতায় চারা রোপণ করা হয়। এবং ধান একই সময় কর্তন উপযোগী হয়।ফলে খুব সহজে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন করা যায়। এতে করে কৃষকরা অল্প খরচে ধান উৎপাদন করতে পারবে এবং শ্রমিক সংকট মোকাবিলা করাও সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি