• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতক থেকে চুরি হওয়া অটোরিকশা গোয়াইনঘাটে উদ্ধার, গ্রেপ্তার ১

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৩
ছাতক থেকে চুরি হওয়া অটোরিকশা গোয়াইনঘাটে উদ্ধার, গ্রেপ্তার ১

শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জের ছাতকের চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা গোয়াইনঘাটে বিক্রয়কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। চুরি হওয়া অটোরিকশা গোয়াইনঘাটে বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জ কেএম নজরুলের দিক নির্দেশনায় এসআই মিহির চন্দ্র দাস, এস আই আক্তারুজ্জামানকে সঙ্গীয়ফোর্সসহ মঙ্গলবার রাত অনুমান দেড়টায় সময় গোয়াইনঘাট বাইপাস সিএনজি স্ট্যান্ডের পাশ থেকে অভিযান চালিয়ে চোরাইকৃত নাম্বার বিহীন সিএনজিসহ সিএনজি চোর মোঃ আব্দুল কাদির (৩২)কে হাতানাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ধৃত অপরাধী সিলেটের বিশ্বনাথ থানা এলাকার সোনাপুর গ্রামের আব্দুল মুতলিবের ছেলে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা নং ৬ তাং ০৮/০২/২০২৩ ইং ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড দায়ের করা হয়েছে।

গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল পুলিশ জানান, কিছু দিন পূর্বে ছাতক থানাধীন লাকেশ্বর বাজার থেকে উক্ত সিএনজিটি চুরি করে নিয়ে আসে। এবং চোরাই এই সিএনজি বিক্রয় করার জন্য গোয়াইনঘাট নিয়ে আসে। বিশ্বস্থ গোপন সংবাদের ভিক্তিতে সিএনজিসহ এই অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়। অপরাধ, অপরাধীর সাথে পুলিশের কোন সখ্যতা নাই, যে কোন মূল্যে অপরাধমুক্ত থানা এলাকা গঠনে পুলিশ বিভাগ সচেষ্ট রয়েছে।