শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জের জামালগঞ্জের পল্লীতে এসএসসি পরীক্ষার্থীদের রাস্তায় উত্যক্ত করার দায়ে চার বখাটেকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হলো, জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের নুর মোহাম্মদের ছেলে জামাদুল ইসলাম (১৮), একই গ্রামের আলী মর্তুজার ছেলে শামীম মিয়া (১৮), সাজিদুল হকের ছেলে আবু বক্কর (১৮) ও বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিয়ারখলা গ্রামের এমদাদুল হকের ছেলে রিয়াজ হোসেন (১৯)।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করার সময় এলাকাবাসী এদের আটক করার পর। ভ্রাম্যমাণ আদালত আটককৃত চারজনকে ১৫ দিন করে কারাদন্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন এসএসসি পরীক্ষার্থী বিদ্যালয়ে কোচিং ক্লাস শেষে নিজেদের বাড়ীতে ফিরছিল। এসময় ওই বখাটেরা বিদ্যালয়ের পাশের খুজারগাঁও গ্রামের কাছের করচ বাগানের আঁড়ালে থেকে ছাত্রীদের উত্যক্ত করে এবং ছাত্রীদের মোবাইল নাম্বার দিতে বলে। বখাটেরা আচমকা ছাত্রীদের পথরোধ করলে ভীতসন্ত্রস্ত হয়ে চিৎকার করলে এলাকাবাসী উপস্থিত হয়ে বখাটেদের আটক করে।
পরে আটককৃতদের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে নিয়ে যান। খবর পেয়ে ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত হন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অবগত করলে পুলিশ এসে এদের আটক করে।
আটককৃতদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত চারজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেন। ভ্রাম্যমাণ আদালতে চার যুবককে কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন,‘ রাস্তায় স্কুল ছাত্রীদের উত্যক্তের দায়ে স্থানীয় লোকজন চার বখাটেকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন। শুক্রবার তাদের কারাগারে পাঠানো হবে।’