সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের পারফর্মার শিক্ষক সম্মেলন
সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের মেধা শ্রম আর পরিশ্রমের বিনিময়ে জাতি তার কাংখিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ছোয়া আজ সর্বত্র লেগেছে। এর সুফল আজ শুধু শিক্ষক সমাজই উপভোগ করছেন না, বরং পুরো জাতি আজ এর সুফল ভোগ করছেন। ডিজিটাল থেকে আরেক ধাপ এগিয়ে দেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন,এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের মন থেকে বিদেশমুখী প্রবণতা দূর করতে হবে। তিনি দক্ষ মানব সম্পদ গঠনসহ দুনীতি মুক্ত আগামীর প্রজন্মের বাসযোগ্য দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এমপি হাবিব গত ২৮ জানুয়ারি শনিবার সকালে সিলেট ডিভিশনাল অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত দক্ষিণ সুরমার সিলাম রিজেন্ট পার্কে নতুন শিক্ষা শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা ও করণীয় শীর্ষক অনলাইন পারফর্মার শিক্ষক সম্মেলন-২০২৩ পারফর্মার সম্মাননা, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ চৌধুরী মামুন আকবরের সভাপতিত্বে সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়েন সহকারি শিক্ষক ও অনলাইন স্কুলের এডিটর মোঃ রেজাউল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের এডমিন ও সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিক।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. দিদার চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান,হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ,মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরির্দশক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ(এপিপি),সেরা নেতৃত্ব এটুআই মোঃ খরশেদুজ্জান আহমদ,শাহ মোঃ অলিদুর রহমান,শিক্ষক প্রশিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অফিস সিলেট অঞ্চলের পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মন্নান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান,সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
সম্মেলনে সিলেট,হবিগঞ্জ সুনামগঞ্জ,মৌলভীবাজার জেলা ও বাংলাদেশের বিভিন্ন জেলার অনলাইন শিক্ষক পারফর্মার অংশগ্রহণ করেন। প্রেস-বিজ্ঞপ্তি।