• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৭ হিজরি

নগরীতে ট্রাফিক পুলিশের লিফলেট বিতরণ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৩
নগরীতে ট্রাফিক পুলিশের লিফলেট বিতরণ

শাল্লার খবর ডেস্ক ::: সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক আইন মানার ব্যাপারে উৎসাহিত করতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর ট্রাফিক পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) নগরের টিলাগড় এলাকায় সিএনজি অটোরিকশা ও লেগুনা চালক-হেলপারদের নিয়ে উপস্থিত পথ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে চালক-হেলপারদের ট্রাফিক আইন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

এসএমপির উপ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাবের নির্দেশনা অনুযায়ী, ট্রাফিক পক্ষতে উপস্থিত যানবাহন চালক ও শ্রমিকদের নিয়ে সচেতনতা সভা এবং ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

এসএমপির ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) টিআই মো. দেলোয়ার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআই মশিউর রহমান, টিআই মো. সামছুদ্দিন।

উপস্থিত টিআইরা অনুমোদন ব্যতীত যানবাহনের কোনো পরিবর্তন ও হাইড্রলিক হর্ন ব্যবহার না করতে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ মানতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে উপস্থিত সবাইকে আহ্বান জানান।

এসময় বিভিন্ন যানবাহনের চালক, হেলপার এবং সাধারণ পথচারীরা উপস্থিত ছিলেন।