• ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে প্রাণ গেল দুজনের

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে প্রাণ গেল দুজনের

শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৃথক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী এক যুবকসহ দুই জনের মৃত্যু হয়েছে।

আজ (৬ জানুয়ারি ) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।

জানা যায়, শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি নোয়াগাঁও এলাকায় পাশবর্তী ইদনপুর গ্রামের সৈকত আলীর ছেলে জহুরুল ইসলাম (৫৫) গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

অপরদিকে শুক্রবার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামে মংলা মিয়ার ছেলে শারীরিক প্রতিবন্ধী পাবেল মিয়া (১৭) গ্রামের মসজিদের পুকুরের পানিতে ডুবে গ্রামের মৃত্যু হয়েছে।

দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।