• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে থমকে আছে ফসল রক্ষা বাঁধের কাজ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩
জগন্নাথপুরে থমকে আছে ফসল রক্ষা বাঁধের কাজ

শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উদ্বোধনের ১৫দিন অতিবাহিত হলেও হাওরে এখনো ফসল রক্ষা বেড়িবাঁধের কোনো কাজ শুরু হয়নি। এমনকি কার্যাদেশ দেওয়া হয়নি কোন প্রকল্প বাস্তবায়ন কমিটিকে (পিআইসি)। ফলে কৃষকরা দুশ্চিন্তায় ভুগছেন।

কৃষক, পাউবো ও এলাকাবাসী সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর নলুয়ার হাওরের একটি প্রকল্পের উদ্বোধন করে নিয়ম রক্ষা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। গত সোমবার (২ জানুয়ারি) পর্যন্ত ওই প্রকল্পসহ কোনো প্রকল্পেরই কাজ শুরু হয়নি। হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ সংস্কার নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারি শেষ করার কথা। সেই লক্ষ্যে গত ১৫ ডিসেম্বর নলুয়ার হাওরের একটি প্রকল্পের উদ্বোধন করা হয়। চলতি বছর ৫০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ১০ কোটি টাকা ব্যয়ে ৭৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ করা হবে।

নলুয়ার হাওর বেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হলেও কমিটিগুলোকে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। দ্রুত কার্যাদেশ দিয়ে কাজ শুরু করা দরকার।

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শুরু না হওয়ায় আমরা চিন্তিত। এভাবে বাঁধ নির্মাণ কাজে গাফিলতি মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, গত বছর বাঁধ নির্মাণ কাজে অনিয়ম দুর্নীতি ও গাফিলতির কারণে ফসল ঝুঁকিতে পড়েছিল। আমরা আশা করছিলাম গত বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবার সময়মতো কাজ শুরু হবে। কিন্তু তা হচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী জানান, মৌখিকভাবে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটিকে অনুমতি দিয়ে আমরা গত ১৫ ডিসেম্বর কাজ শুরু করেছি। অপর প্রকল্প বাস্তবায়ন কমিটিকে খুব শ্রীঘই কার্যাদেশ দিয়ে কাজ শুরু করা হবে।