• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩
জগন্নাথপুরে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- মমিনুল হক (২২), আছকির মিয়া (৬০), মোজাহিদ হোসেন (১৮), জাকির হোসেন (২২) ও ছবির মিয়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে চিলাউড়া গ্রামের আক্কাস মিয়ার জমির ওপর দিয়ে একই গ্রামের ছবির মিয়ার লোকজন পানির পাইপ নিয়ে যান। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। পরে জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে।