• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কাজিরবাজারে আগুনে পুড়ল কয়েকটি দোকান

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩
কাজিরবাজারে আগুনে পুড়ল কয়েকটি দোকান

শাল্লার খবর ডেস্ক ::: সিলেট নরগরীর পূর্ব কাজিরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, পূর্ব কাজিরবাজার অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে হানিফ মিয়ার দোকানসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে প্লাস্টিকের দরজা, জানালা, গুদামজাত পাটের বস্তা, প্লাস্টিকের বস্তাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। ১৫টি অগ্নিনির্বাপণ গাড়ি ব্যবহার করে টানা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন।

তালতলাস্থ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার বেলাল আহমদ জানিয়েছেন, প্লাস্টিক পণ্য আর বস্তা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।