সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলায় ২৪তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গত ২ জানুয়ারী সোমবার সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের তৃণমুল পর্যায়ের প্রান্তিক জনগোষ্টীর জীবনমান উন্নয়নে জনকল্যাণে সেবামুলক অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এতে সমাজের হতদারিদ্র মানুষ সরকারের নানা সুযোগ-সুবিধা সহজে ভোগ করছেন। প্রতিবন্ধী ভাতা,বিধবা,বয়স্ক ভাতা সহ বিভিন্ন রকম সুবিধা পেয়ে যাচ্ছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শাহ আলম ব্যাপারী, ইউনিয়ন সমাজকর্মী আলতাফুর রহমান, চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের শিশু সুরক্ষা সমাজকর্মী দিদারুল আলম, লুৎফা আক্তার, জৈন্তাপুর প্রেসক্লাব’র অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, ইউপি সদস্য শওকত আলী, মো: জালাল আহমদ ও আব্দুল হালিম।
সভায় উপজেলার ১৬ জন প্রতিবন্ধী পুরুষ এবং নারী ও শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।