• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী রেজাউল করিম শাফি

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২
জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী রেজাউল করিম শাফি

বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার উদ্দোগে মাদরাতুল হুদায় জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন হাফিজ রেজাউল করিম শাফি। উক্ত প্রতিযোগিতায় আরো দুজন প্রতিযোগিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত (২১ ডিসেম্বর) বুধবার রাজধানী ঢাকায় বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগীয় বাছাইপর্ব থেকে উত্তির্ণ হয়ে মাদরাসাতুল হুদা সাদারপাড়া সিলেট এর তিনজন প্রতিযোগি হাফিজ রেজাউল কারিম, মাশহুদ আল হাবিব, আবদুল্লাহ আল মাসরুর নির্বাচিত হয়েছেন।
চূড়ান্ত বাছাইপর্বে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করে মাদরাসাতুল হুদা সাদারপাড়া সিলেট’র প্রতিযোগি হাফিজ রেজাউল কারিম শাফি, ১৫ তম স্থান অর্জন করে হাফিজ মাশহুদ আল হাবিব, ২৬ তম স্থান অর্জন করে হাফিজ আবদুল্লাহ আল মাসরুর।
বুধবার (২৮ ডিসেম্বর) বাদ যোহর বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাদারপাড়া মাদরাসার নির্বাহী মুহতামিম মুফতী আজিজুর রাহমান সাহেব ও সিনিয়র শিক্ষক মাওলানা ইমদাদুল্লাহ মারজান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেণ সিলেট’র প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ি হাফি.। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কওমি ছাত্র পরিষদের কেন্দ্রীয় মহা সচিব আ.স.ম. আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা উনাইস, মাওলানা আবদুল খালিক, ইউকে প্রবাসী এস.কে. মারুফ আহমহদ সহ মাদরাসার শিক্ষক, এলাকার মুরব্বিয়ান। শেষে গাছবাড়ি হুজুরের দুয়া ও নসিহতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি