• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাল্লায় ফসল রক্ষায় বাঁধ নির্মাণ শুরু, ২৮ ফেব্রুয়ারির মধ্যে মানসম্মত কাজ নিশ্চিতের নির্দেশ দিলেন ইউএনও পিয়াস চন্দ্র দাস

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫
শাল্লায় ফসল রক্ষায় বাঁধ নির্মাণ শুরু, ২৮ ফেব্রুয়ারির মধ্যে মানসম্মত কাজ নিশ্চিতের নির্দেশ দিলেন ইউএনও পিয়াস চন্দ্র দাস

​হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার:

​সুনামগঞ্জের হাওরাঞ্চলে আগাম বন্যা থেকে বোরো ধান রক্ষায় ডুবন্ত বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩ অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়।

​সোমবার সকালে ভান্ডাবিল হাওরে ২৭ নং প্রকল্পের কাজ ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।

​ইউএনও এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের নির্দেশ স্পষ্ট—নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে, অবশ্যই গুণগত মান বজায় রেখে কাজ শেষ করতে হবে। বাঁধ নির্মাণে কোনো রকম অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।” তিনি কৃষকের ফসল রক্ষায় কাজের নিয়মিত তদারকি (মনিটরিং) আরও জোরদার করার কথা জানান।

​শাল্লা উপজেলা পাউবো সূত্রে জানা যায়, শাল্লা উপজেলায় পাউবো কর্তৃক অনুমোদিত ৬২টি প্রকল্পে ৪৩.১৭৭ কিলোমিটার বাঁধের জন্য ১৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাউবো প্রকৌশলী জানিয়েছেন, হাওর থেকে পানি পুরোপুরি সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরোদমে সব প্রকল্পের কাজ শুরু হবে।