হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টারঃ
যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস-এর নেতৃত্বে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান-এর নেতৃত্বে পুলিশ বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল। তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।