• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ৬৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার পুলিশের

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
সিলেটে ৬৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার পুলিশের

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি মালিকদের কাছে হস্তান্তরও করা হয়েছে।

মঙ্গলবার সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, বিভিন্ন সময়ে সিলেট জেলার ১১ টি থানার বাসিন্দাদের নিবন্ধিত সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার করা হয়। সিলেট জেলা পুলিশ সুপারের দিক-নিদের্শনায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত ৬৭ টি মোবাইল মঙ্গলবার প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রফিকুল ইসলাম।