হাবিবুর রহমান হাবিব,স্টাফ রিপোর্টারঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বর শুক্রবার সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক তিনটি বলয় ( সাবেক সংসদ সদস্য
নাসির উদ্দিন চৌধুরী বলয়, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি বলয় ও পাবেল চৌধুরী বলয়) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছেন।
নাসির উদ্দিন চৌধুরী বলয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, হবিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ ওসমান গণি, উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম পন্ডিত।
মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি বলয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ তালুকদার, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বিজয় চন্দ্র সরকার, বাহাড়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হূমায়ুন আহমেদ, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন।
অন্যদিকে পাবেল চৌধুরী বলয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ দুলাল, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাঈদ, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব তুফাজ্জল হক বাপন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়া আলোচনা সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ- ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে, নেতৃবৃন্দ কেন্দ্র যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।