• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লিডিং ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫
লিডিং ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন

সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুদিনব্যাপী পর্যটন মেলা ২০২৫। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগিব আলী। মেলা চলবে মঙ্গলবার বিকাল পর্যন্ত।

এটি লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাব-এর আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় ট্যুরিজম ফেয়ারের অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন বাংলাদেশের হয়ে মাউন্ট এভারেস্ট জয়ী বাবর আলী। এবার মেলায় টাইটেল স্পন্সর হয়েছে ক্যাম্পাস। এছাড়া পাওয়াডবাই হিসেবে রয়েছে ফিজা এন্ড কোং এবং কোপাওয়াড-বাই হিসাবে রয়েছে ইয়ামাহা।

মেলায় অংশ নিয়েছে সিলেটের ১৪টি পর্যটন প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর।
এয়ারলাইন্স পার্টনার:এয়ার অ্যাস্ট্রা,অ্যাকোমোডেশন পার্টনার:ক্রিস্টাল রোজ ,ফুড পার্টনার:এফসি হাট,ট্রান্সপোর্টেশন পার্টনার:ইউড্রাইভ

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ:
গ্লিভা, সিটি হলিডেজ, ফ্লাই ইডব্লিউ, ন্যাভিগেটর বাংলাদেশ, আর্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ট্রাভেল সিলেট, ট্রাভেল ট্রিপ অব সিলেট, তৌফিক এভিয়েশন ইন্টারন্যাশনাল, পিক অ্যান্ড গো ট্যুরিজম, ট্রাভেল উইথ নেক্সোরা, মুসাফির ট্রাভেলস বাংলাদেশ, মালিক’স, এস. এস. ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মেডিকনসার্ন সিলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ ড. সৈয়দ রাগিব আলী – ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ,সৈয়দ আব্দুল হাই – ভাইস চেয়ারম্যান ,প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন – ভাইস চ্যান্সেলর ,প্রফেসর ড.বশির আহমেদ ভুঁইয়া – ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন
,মো. মাহবুবুর রহমান – প্রক্টর ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান,ড. মো. রেজাউল করিম – কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন, ইঞ্জিনিয়ার লুৎফর রহমান – ট্রাস্টি বোর্ডের সচিব,ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা – ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান,সাজেদুল ইসলাম সরকার ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা, ও অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ

আয়োজকরা জানান, পর্যটন মেলায় ২০২৫ একটি চমৎকার উদ্যোগ। এর মাধ্যমে আমরা আমাদের পণ্য ও সেবা দর্শনার্থীদের কাছে তুলে ধরতে পারছি। দর্শনার্থীদের উপস্থিতি ছিল ব্যাপক, এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানের অফার ও প্যাকেজ সম্পর্কে জানতে পারছেন।

মঙ্গলবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শেষ হবে। এবারের ফেয়ারে পারফর্ম করবে বাংলাদেশে জনপ্রিয় তিনটি ব্যান্ড:শিরোনামহীন, মেকানিক্স এবং দ্য পেরিডটস।  প্রেস বিজ্ঞপ্তি