• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান তফছির মিয়া গ্রেপ্তার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫
হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান তফছির মিয়া গ্রেপ্তার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তফছির মিয়া (৭০) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) শিবপাশার সবুজগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত তফছির মিয়া শিবপাশা গ্রামের মৃত আব্দুল খালিক মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ ও শিবপাশা ফাঁড়ি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তাকে শিবপাশার সবুজগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বানিয়াচং থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ২৩ বছর আগে শিবপাশা গ্রামের আব্দুল হামিদ মিয়ার শিশু পুত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এছাড়া সরকার দেশ ত্যাগ করার পর থেকে তিনি গত বছরের ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বানিয়াচং থানা পুলিশ শিবপাশা ফাঁড়ি পুলিশের সহায়তায় তফছির মিয়াকে গ্রেপ্তার করেছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’