• ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৭ হিজরি

শিশির মনিরের উদ্যোগে শ্যামারচরে নৌকা বাইচ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫
শিশির মনিরের উদ্যোগে শ্যামারচরে নৌকা বাইচ


হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টারঃ 
‎এক সময় বর্ষা এলেই নদীর বুকে ভেসে উঠত বাঁশি, ঢোল, আর নৌকার ছন্দ। এখন সে দৃশ্য শুধুই গল্পে আর স্মৃতিতে। তবে দিরাই-শাল্লা সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যােগে নৌকা বাইচ প্রতিযোগিতার এক বিশাল আয়োজন করা হয়।

‎শুক্রবার ( ৮ আগস্ট )   জুম্মার নামাজের পর  শ্যামারচর বাজার সংলগ্ন মরা সুরমা নদীতে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত কিছু জনপ্রিয় নৌকাদল বাইচের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ  নিয়েছিল।  এদিকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ ছিল। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে হালকা হাওয়া ও বৃষ্টি।  বৃষ্টিকে উপেক্ষা করে শ্যামারচর বাজারে খেয়াঘাটের দুইপারে নৌকার দীর্ঘসারি হয়। সারি সারি নৌকায় এসে উপস্থিত হাজার হাজার মানুষদের ঢল । দূরদূরান্ত থেকে ছাতা মাথায় দিয়ে দর্শনার্থীরা এসে ভিড় করেছেন মরা সুরমা নদীর তীরে।



‎এসময় শিশির মনির বলেন,  এই উদ্যোগ জেলা উপজেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ নতুন করে প্রাণ ফিরে পাবে, এবং স্থানীয় সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধন ঘটবে বলে আশা করেন তিনি । এসময় তিনি  আরো বলেন, গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনা। সুস্থ ও সাংস্কৃতিক আস্তে আস্তে চড়িয়ে দোওয়া। ভাটি  বাংলার ঘরে ঘরে শান্তি  চড়িয়ে দেওয়া  ও যুব সমাজ যেন  মাদক আসক্ত থেকে বিরত থেকে এরকম সুন্দর সুন্দর খেলায় মনোযোগ ও সংযোগ থাকে সেদিকে খেয়াল রাখা।


এছাড়াও ‎প্রতিটি নৌকা দলে ছিল পেশাদার মাঝি-মাল্লা এবং তাদের বৈঠার ছন্দে প্রতিযোগিতার দুরন্ত বাইচ দিয়ে অংশগ্রহণ নেওয়া । নৌকা বাইচের প্রতিটি মুহূর্ত ছিল নায় পূর্ণ এবং নৌকার গতি ও দক্ষতার সাথে সঙ্গতিপূর্ণ সুরের মাধ্যমে দর্শক উপভোগ করা। পরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শেষে  বিজয়ীদের হাতে  আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।  ১ম পুরস্কার হিসেবে ছিল, সোনার হরিণ, ২য় পুরস্কার সোনার প্রজাপতি ও ৩য় পুরস্কার একটি মোটরসাইকেল।