জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে লোকজনকে রাজধানীতে নেওয়ার ব্যবস্থা করছে অন্তর্বর্তী সরকার। এ জন্য আট জোড়া ট্রেন ভাড়া করেছে। এসব ট্রেনে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে আগামী মঙ্গলবার দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
এরমধ্যে আছে সিলেট থেকে লোকজন ঢাকায় যাওয়ার বিষয়ও। সিলেট থেকে ১১টি কোচ নিয়ে বিশেষ ট্রেন যাবে ঢাকায়। এর কোচ সংখ্যা ১১টি এবং ট্রেনটিতে ৫৪৮টি আসন থাকবে। এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৩ হাজার টাকা।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ট্রেন ভাড়া করার কথা জানায়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। দিনে-দিনেই রেলপথ মন্ত্রণালয় আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।
আট জোড়া ট্রেনের জন্য প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। জুলাই অধিদপ্তর তাদের চিঠিতে বলেছে, ট্রেনগুলোকে দুপুর ২টা থেকে বেলা ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে। কর্মসূচি শেষে রাত ৮-৯টার মধ্যে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ফিরবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৬টি কোচের সমন্বয়ে তৈরি একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে। এতে আসনসংখ্যা থাকবে ৮৯২টি। এই ট্রেনের জন্য রেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করেছে ৭ লাখ টাকার কিছু বেশি।
গাজীপুরের জয়দেবপুর থেকে আরেকটি বিশেষ ট্রেন চলবে আটটি কোচ নিয়ে। এতে যাত্রী আসন থাকবে ৭৩৬টি। এই ট্রেনটির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭২ হাজার টাকার মতো। রেল ভাড়া পাবে ৩০ লাখ ৪৬ হাজার। এই টাকা দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
নারায়ণগঞ্জ-ঢাকা পথে ১০টি কোচ নিয়ে বিশেষ একটি ট্রেন চলবে। এর আসনসংখ্যা ৫১০। এই ট্রেনটির জন্য সাড়ে ৫৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নরসিংদী থেকে ঢাকায় যাবে ১২ কোচের একটি ট্রেন। এর আসনসংখ্যা ৬৫২। ভাড়া ধরা হয়েছে প্রায় ৯৫ হাজার টাকা।
রাজশাহী থেকে ঢাকার পথে ট্রেন আসবে সাতটি কোচ নিয়ে। এতে আসন থাকবে ৫৪৮টি। এই ট্রেনটির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৫ হাজার টাকা। ১৪টি কোচ নিয়ে একটি বিশেষ ট্রেন যাবে রংপুর থেকে। এতে যাত্রী আসন থাকবে ৬৩৮টি। এই ট্রেনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
ফরিদপুরের ভাঙা থেকে সাতটি কোচ নিয়ে একটি ট্রেন যাবে। এর আসন সংখ্যা ৬৭৬। এই ট্রেনের ভাড়া হতে পারে প্রায় ২ লাখ ৬১ হাজার টাকা।
এসব বিশেষ ট্রেন পরিচালনার জন্য একটি সূচি তৈরি করেছে রেলওয়ে। এর মধ্যে রংপুর থেকে আসা ট্রেনটি যাত্রা করবে ৪ আগস্ট রাত সাড়ে ১১টায়। দূরের গন্তব্য চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ৫ আগস্ট ভোরে ট্রেনগুলো ছেড়ে যাবে। ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগে। অনুষ্ঠান শেষে দূরের গন্তব্যের ট্রেনগুলো আগে ফিরবে। পর্যায়ক্রমে কাছের গন্তব্যের ট্রেনগুলো কমলাপুর ছাড়বে।