• ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মহর্‌রম, ১৪৪৭ হিজরি

টাঙ্গুয়ার হাওরে গিয়ে গাঁজা খেয়ে উশৃঙ্খল আচরণ, ৫ পর্যটককে কারাদণ্ড

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুন ২৬, ২০২৫
টাঙ্গুয়ার হাওরে গিয়ে গাঁজা খেয়ে উশৃঙ্খল আচরণ, ৫ পর্যটককে কারাদণ্ড

টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা খেঁয়ে করে উচ্ছৃঙ্খল আচরণ করায় ৫ জন পর্যটককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ জন পর্যটককে আটক করা হয়। পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তাদের দোষী সাব্যস্ত করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।

দণ্ডিতরা হলেন- তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন, আহমেদ মাহফুজ। তারা সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা এই পাঁচ পর্যটক নৌকা ঘাট এলাকায় গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারায় অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেওয়া হয়।

ইউএনও আরও জানান, টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকদের অবশ্যই নিয়মনীতি মেনে চলতে হবে। যেকোনো ধরনের অনিয়ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।