• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় বিপিডিবির হাজারো গ্রাহক দু’দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫
শাল্লায় বিপিডিবির হাজারো গ্রাহক দু’দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিদ্যুতের প্রধান সংযোগ লাইনের খুঁটি ভেঙ্গে পড়ায় উপজেলা সদর সহ হাজারো গ্রাহক শুক্রবার থেকে এখন পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় আছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর রাত অনুমান ৪ টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে শনিবার এই সংবাদ লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ করা সম্ভব হয়নি। শাল্লা গ্রাহকের কমপ্লেইন শুনে শুক্রবার দিরাই বিদ্যুৎ অফিসের কারিগরি দল সমস্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখতে পায় দিরাই অফিস থেকে দুই কিলোমিটার দূরে সুখনগর গ্রামের পুকুরে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে।

অফিস সূত্রে জানাযায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন শাল্লা উপজেলার সদর সহ সবমিলিয়ে হাজারের উপরে গ্রাহক রয়েছে। ১১ হাজার ভোল্টের একটি মাত্র লাইনে শাল্লার জন্য বিদ্যুত বরাদ্দ রয়েছে মাত্র হাফ মেগাওয়াট।

শাল্লার বিদ্যুতহীন গ্রাহকরা জানান, বৃহস্পতিবার রাত থেকে কারেন্ট নাই। এই সময়ে কারেন্ট না থাকলে কি চলা যায় ? শুনছি পিলার পড়ছে, এছাড়াও সামান্য বাতাস হলেই কারেন্ট নিয়ে নেয়৷ এভারেজ ২৪ ঘন্টার মধ্যে ৮-১০ ঘন্টা বিদ্যুৎ থাকে। দিরাই থেকে তাদের ইচ্ছে মতো বিদ্যুৎ দেয়। তাদেরকে ফোন দিলে নানান সমস্যার কথা শুনায়৷ এখন গরমের সময় ঝড়বৃষ্টি হবে প্রতিদিন ৫-৬ ঘন্টা বিদ্যুৎ পাব কিনা সন্দেহ ! বিদ্যুৎ না থাকলে সবদিকেই সমস্যা। শাল্লায় পিডিবির পুরাতন লাইন ও খুঁটি পরিবর্তন করে নতুনভাবে লাইন সংযোজন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের দিরাই দপ্তর প্রধান আবাসিক প্রকৌশলী পরশুরাম তরফদার জানান, শুক্রবার ভোরে দিরাই সুখনগর এলাকায় তিনটি পুল পড়ে যায়। সিলেট থেকে ঠিকাদারের লোক এনে কাজ করানো হচ্ছে আমিও আছি। আশাকরি শাল্লা আজকে বিদ্যুৎ চলে যাবে। এক প্রশ্নের জবাবে প্রতিবেদককে জানান, এগুলো ২৫-৩০ বছর পূর্বের পুরাতন লাইন। শাল্লায় বিদ্যুতের স্থায়ী সমাধানটা অনেক জটিল ও খুব ব্যয়বহুল। শাল্লা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সম্পূর্ণ লাইন সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে আলাদা প্রকল্প নিতে হবে৷ শাল্লার লাইন মেরামত করে (বিপিডিবির) সাবস্টেশন থাকলে সুবিধা হতো। আর যদি পল্লী বিদ্যুত ৩৩ কেভি লাইনের আওতায় নিয়ে যাওয়া হয় তাহলে বিপিডিবির গ্রাহকদের এত সমস্যা হবেনা।