• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫
শাল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

সন্দীপন তালুকদার সুজন ::: সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ নানান কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়।

দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটির প্রত্যুষে শাল্লা উপজেলা প্রশাসন, শাল্লা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাল্লা উপজেলা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ৯ টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন শেষে শাল্লা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা শওকত জামিল, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, জামায়াতের আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাকিবুল ইসলাম, সরকারি/বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ নানান শ্রেণী পেশার মানুষ।

এরপর সকাল ১১ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

পরবর্তীতে স্ব স্ব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এবং স্বাধীনতা দিবসে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আবার গতকাল ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছিল। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়৷