• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লার চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী পাবেলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫
শাল্লার চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী পাবেলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লায় হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের পাবেল আহমেদের দুর্নীতি, কালো টাকা উপার্জন কারী, মাদকের (চোলাই মদ) ব্যবসা, চাঁদাবাজ, চোর পল্লীর সর্দার ও ভূয়া সাংবাদিককে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী সম্মিলিত হয়ে মানববন্ধনের আয়োজন করেছে।

সোমবার (২৪ মার্চ) উপজেলার শাশখাই বাজারে বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সুপ্রজিত দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমীর কান্তি দাস, সচীপদ দাস, রাকেশ দাস, হরিলাল দাস, বুজলাল দাস, রাহুল দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পাবেল নারকিলা গ্রামের চোর পল্লী থেকে জন্ম নেওয়া আব্দুর রহমানের ছেলে। সে খুব উগ্রপন্থী, এলাকায় মাদক (চোলাই মদ) ব্যবসার সাথে জড়িত, চাঁদাবাজ, এবং নামধারী ভূয়া সাংবাদিক। সে সাংবাদিকতার ক্ষমতা দেখিয়ে মানুষকে হয়রানি করে এবং নানান অপরাধমূলক কাজ করে থাকে। মাদক (চোলাই মদ) ব্যবসা নির্বিঘ্নে করার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা টাকা নিত ভূয়া সাংবাদিক পাবেল। এইজন্য গতবার শাল্লা থানার পুলিশ পাবেলকে থানায় আটক করেছিল। শুধু তাই নয় তার কথা না শুনলে বিভিন্ন মানুষকে নিয়ে বাজে মন্তব্য করে ফেসবুকে এবং ব্ল্যাকমেইল করে চাঁদাবাজি করে। পাবেলের চাহিদা মতো টাকা না দিলে বিভিন্নজনের নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করে। যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। পাবেলের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এই জন্য এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আজ আমরা সবাই মিলে পাবেলকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করছি।
বক্তারা আরো জনান, পাবেল সাংবাদিকতার ক্ষমতা দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তার জায়গা দখল করে বসতি নির্মান করেছে। এতে আমাদের চলাফেরার অনেক সমস্যা হয়। আমরা পাবেলের সার্বিক বিষয় নিয়ে গতকাল (২৩ মার্চ) শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি। এরই প্রেক্ষিতে গতকাল বিভিন্ন পত্রিকায় নিউজও হয়েছিল।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষজন।

এরপূর্বে ভূয়া সাংবাদিক পাবেলের বিরুদ্ধে দুর্নীতির জন্য বিভিন্ন নিউজ হয়েছিল। এছাড়াও সরকারের বিভিন্ন অফিসে চাঁদাদাবি/চাঁদাবাজিসহ সরকারের কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষক সমাজের বিরুদ্ধে অনৈতিক এবং সম্মানহানির প্রচারণার জন্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের প্রস্তুতি নিয়েছিল।