• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ৭, ২০২৫
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার

চাঁদপুর জেলা কল্যাণ সমিতি, সিলেট এর উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইসচ্যান্সেলর এবং সমিতির সাবেক প্রধান উপদেষ্টা মরহুম ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত করছেন অতিথিবৃন্দ।


সিলেটের অগণিত সরকারী-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা, ব্যাংকসহ নানা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের সংগঠন সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।  শুক্রবার (৭ মার্চ) নগরীর কুমারপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইসচ্যান্সেলর এবং সমিতির সাবেক প্রধান উপদেষ্টা মরহুম ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম।

সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন ভূইঁয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইফতার আয়োজন কমিটির আহবায়ক শাহ মো. ফজলে আজীম পাটোয়ারি।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. এস.এম. সাইফুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, সমিতির উপদেষ্টা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোহম্মদ আবু জাফর বেপারী, কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, ফেনী জেলার সোনাগাজী উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল কাদের মোজাহিদ, ডা: সায়াদ মিয়া, জাকির হোসেন,
প্রমুখ

উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী আবদুল হক মিয়াজী, যগ্ম সাধারণ সম্পাদক সেলিম মজুমদার, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু্ল হাসনাত, সহ অর্থ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মুন্সী, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক লোকমান হোসেন গাজী, সমাজ কল্যাণ সম্পাদক তাজু্ল ইসলাম সরকার, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মিছবাহ উদ্দিন রনি, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক রবিউল হোসেন টিটু, সমিতির আজীবন সদস্যসহ প্রায় পাঁচশত জন।

ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের রুহের মাগফেরাত কামনাসহ মুসলিম জাতির কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফরহাদ হোসেন।  প্রেস বিজ্ঞপ্তি