• ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফ্রেন্ডস ক্লাব ২৭নং ওয়ার্ডের উদ্যোগে ১৫তম এস.এস.সি-দাখিল মডেল টেস্ট উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫
ফ্রেন্ডস ক্লাব ২৭নং ওয়ার্ডের উদ্যোগে ১৫তম এস.এস.সি-দাখিল মডেল টেস্ট উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

ফ্রেন্ডস ক্লাব ২৭নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৫তম এস.এস.সি / দাখিল মডেল টেস্ট-২০২৫ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল।
ফ্রেন্ডস ক্লাব ২৭নং ওয়ার্ড এর সভাপতি শিমুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, গোটাটিকর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের  সহকারী প্রধান শিক্ষক রজব আলী রাজিব, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাবেক সভাপতি বাবর আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাজিম উদ্দীন, ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজীজ পাটোয়ারী, শ্যামল সিলেটের সাংবাদিক গোলাম মর্তুজা বাচ্চু।
ফ্রেন্ডস ক্লাব ২৭ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম অপু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সহ সভাপতি সুজিত চন্দ, সহ সাধারণ সম্পাদক আবেদ আহমদ,  সহ সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ চৌধুরী, শিক্ষা সাহিত্য সম্পাদক মুহিতুর রহমান সোহাগ,
সহ প্রচার সম্পাদক আবু সাঈদ রায়হান, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সানি, সহ ক্রীড়া সম্পাদক মুহিতুর রহমান অপু, ধর্ম সম্পাদক সাকিব আহমদ, সদস্য- নিহা, সাথী, রাহাত, মারজান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ১৫তম এস.এস.সি / দাখিল মডেল টেস্ট-২০২৫ উত্তীর্ণ কৃতি ৩৫ জন শিক্ষার্থীকে সনদপত্র, শিক্ষা উপকরণ ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।   প্রেস বিজ্ঞপ্তি