• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় ‍পুলিশের জালে মা দ ক ব্যবসায়ী

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫
দক্ষিণ সুরমায় ‍পুলিশের জালে মা দ ক ব্যবসায়ী

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মো: তারেকুর রহমান তারেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ী ‍পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

 

 

এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চায়নিজ টিপ চাকু ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ ফেব্রুয়ারি গভীররাতে মোগলাবাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ডিগ্রী কলেজ মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় তারেকুরকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চায়নিজ টিপ চাকু ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।