• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দিরাই ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির মেধা বৃত্তি পুরস্কার বিতরণ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫
দিরাই ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির মেধা বৃত্তি পুরস্কার বিতরণ

সুনামগঞ্জের দিরাইয়ে ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ভাটিপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. তারিকুল ইসলাম।

 

 

ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান সভাপতিত্বে ও মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সহকারী অধ্যাপক মো. নাজমুল হক বাপ্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইয়িদ শাহজাদা আল কারীম, দিরাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিরাজুল আশরেকিন, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গবেন্দু রঞ্জন, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কাজী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবাব তালুকদার, ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, সাংগঠনিক জাহাঙ্গীর চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী আবু তালেব, ইউপি সদস্য ছামিন নুর, কাজী সানোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে ২০২৪ ইং সনে ভাটিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ১০ম, ৮ম ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ৬৮ জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, মেডেল ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য বিগত ২০২২ ইং সনে দেশের প্রখ্যাত চিকিৎসক স্বাধীনতা পদক প্রাপ্ত প্রফেসর এম ইউ কবির চৌধুরী হাত ধরে ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্টা হয়। এরপর থেকে এলাকার স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সমাজ সেবা মুঘল কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।