• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আ.লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে: কাইয়ুম চৌধুরী

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
আ.লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থা ও দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। উদ্ভট শিক্ষানীতির কারণে মেধাবী শিক্ষার্থীরা প্রকৃত মেধার মূল্যায়িত হচ্ছে না। বিএনপির সরকারের আমলে নকল বন্ধ করে দেয়া তখনকার মেধাবী শিক্ষার্থীরা এখন দেশের বিভিন্ন দফতরে দাপিয়ে বেড়াচ্ছেন। শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে।

 

 

শিক্ষার প্রয়োজনীয়তা সার্বজনীন, অপরিহার্য, ব্যাপক। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও শিক্ষাতে গুরুত্ব দিয়ে বলেছেন, শিক্ষা ও জ্ঞান অর্জন করতে সুদূর চীন দেশে হলেও যাও। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়।

 

একটি কুপিবাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে, ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় ইউনিভার্সাল আইডিয়াল কলেজ (ইলাইগঞ্জ) এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মিম্বর আলীর সভাপতিত্বে প্রিন্সিপাল আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ প্রধান ড. জিয়াউর রহমান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী হাজী তাজরুল ইসলাম, সংগঠক মাহবুব আলম।

 

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন হা.আব্দুল মুহিত, এলাকাবাসীর পক্ষ হতে বক্তব্য রাখেন আতিকুর রহমান, ট্রাস্টিদের পক্ষ হতে বক্তব্য রাখেন ট্রাষ্টি মেম্বার মানিক মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী আক্তার মিয়া রহমান, বিশিষ্ট শিল্পপতি কাপ্তান মিয়া, সভার ১ম অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন জাহেদ আহমেদ সায়েম, জাতীয় সংগীত পরিবেশন করেন মারিয়া ও ইমা, ইসলামী সংগীত পরিবেশন করেন মারিয়া ও তানজিনা, কবিতা আবৃত্তি করেন শাম্মী বেগম (দ্বাদশ শ্রেণী), ছাত্রীদের পক্ষ হতে বক্তব্য রাখেন মায়মুনা বেগম।

উক্ত অনুষ্ঠানের ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইন্জিনিয়ার মাহমুদুর রশীদ মাসরুর, উপস্থাপনা করেন কবি মীম সুফিয়ান, নাশিদ পরিবেশনা করেন কলরব শিল্পী গোষ্ঠীর পরিচালক আহমদ আব্দুল্লাহ, নাশিদ সিরিজ পরিচালক মারজান তালহা ও মিডিয়া পরিচালক জাহিদ রাহী।