• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে কর আইনজীবির বাসায় চু রি

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫
সিলেটে কর আইনজীবির বাসায় চু রি

সিলেট মহানগরের সুবিধবাজার এলাকার লন্ডনি রোডে এক কর আইনজীবীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কেউ বাসায় না থাকার সুযোগে এক বা একাধিক চোর ঘরের দরজার তালা ভেঙ্গে টাকা, স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে ওই আইনজীবির অভিযোগ।

 

 

তবে তিনি শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি। খবর পেয়ে

সিলেটের এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

সিলেট কর আইনজীবী সমিতির সমাজকল্যাণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন জানান- তিনি লন্ডনি রোডের ৬৩ নং বাসার ৩য় তলায় ভাড়া থাকেন। এ বাসার মালিক লন্ডন প্রবাসী ইসুফ কামাল।

 

 

আত্মীয়দের বাড়িতে যাওয়ায় দুই সপ্তাহ ধরে আইনজীবি রিপন ও তার পরিবার বাসায় নেই। সেই সুযোগে শুক্রবার সন্ধ্যার পর এক বা একাধিক চোর ঘরের দরজার তালা ভেঙে ঘরে থাকা আলমিরা থেকে ৫০ হাজার ও ২ ভরি স্বর্ণসহ মূল্যবান অনেক জিনিসপত্র নিয়ে যায়।

 

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান সিলেটভিউ-কে বলেন- খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।