• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মানুষ সাঁতার কাটে পানিতে আমরা সাঁতার কাটি ধূলায় : শাল্লায় ড. শুয়াইব আহমদ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫
মানুষ সাঁতার কাটে পানিতে আমরা সাঁতার কাটি ধূলায় : শাল্লায় ড. শুয়াইব আহমদ

স্টাফ রিপোর্টার:  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আগামী নির্বাচনে দিরাই-শাল্লা (সুনামগঞ্জ-২) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. শুয়াইব আহমদ বলেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত দেশের মধ্যে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি ও ৩৫ বছরের এমপি ছিলেন। কিন্তু বিগত ৫৩ বছর যাবত এই এলাকার মানুষ রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য সবকিছুর উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তা না হওয়ায় দিরাই থেকে শাল্লা আসতে মানুষের কত কষ্ট! আমরা জানি মানুষ সাঁতার কাটে পানিতে, আর আমরা সাঁতার কাটতে হয় ধূলায়। ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশকে লুটেপুটে খেয়েছে। নিজের স্বার্থে জনগণের সম্পদ দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছে। নির্বিচারে মানুষকে কষ্ট দিয়ে চোখের পানি জড়িয়ে এই দেশের জনগণের আবেগকে কাজ লাগিয়ে শাসনের নামে শোষন করেছে। বলেছিলেন কোথাও পালাবেন না, দলের নেতাকর্মী ও দেশের জনগণকে যদি এতই ভালবাসতেন তাহলে পালিয়ে যেতেন না! কিন্তু এখন আপনারা কোথায় ? আপনাদের অনিয়ম ও দুর্নীতি বিচার এইদেশের জনগণ করবে, We are United. আপনারা দুর্নীতিবাজদের তথ্য দিন আমরা তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নিব। We want to Justice. জনগণের টাকা মেরে কেউ রেহাই পাবেনা। আপনারা আওয়ামীলীগ ও বিএনপিকে সরকারে এনেছিলেন। কিন্তু ইসলামিক কোন দল বাংলাদেশে এখন পর্যন্ত সরকার গঠন করে নাই। এখন সুবর্ণ সুযোগ এসেছে মানুষের জন্য কাজ করার। সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলামিক সরকার প্রতিষ্ঠা করুন। একই প্লাটফর্মে থেকে কুক্ষিগত ক্ষমতার পরিবর্তন করে এই এলাকার মানুষের জন্য যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা সহ সবক্ষেত্রেই পরিবর্তন প্রয়োজন।

শাল্লা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদের পরিচালনায় শনিবার (১১ জানুয়ারী) বিকালে শাল্লা পুরাতন উপজেলা মার্কেটে জমিয়তে উলামায়ে রাজনৈতিক কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠান ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শুনতেছি এই এলাকার হাওর রক্ষা বাঁধে (পিআইসি) অনেক দুর্নীতি হচ্ছে। এগুলো এখন করলে তাহলে ফ্যাসিস্টদের সাথে আপনাদের পার্থক্য কিসের ? বিএনপি ও জামায়াত শুধুই নয় জমিয়তে উলামায়েও একটা দল আছে। এই পিআইসি কমিটি বাতিল করে নতুনভাবে সবাইকে অন্তর্ভুক্ত করে আবার কমিটি করতে হবে৷ আমি এই এলাকার মানুষের উন্নয়নে ১২ টি পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। এই জন্য আপনাদের কাছে এসেছি এবং শাল্লায় একটা অফিস করছি। যেকোন প্রয়োজনে আমাকে আপনারা পাশে পাবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ।

আরো বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক মাওলানা রশিদ আহমদ, শাল্লা উপজেলার সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, দিরাই উপজেলার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ রাজি, দিরাই পৌরসভার সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, শাল্লা উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আশিকুর রহমান আশিকী, সেক্রেটারি মুফতি ইমামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের আল-হাবিবী, শাল্লা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শহিদুল ইসলাম সোহাগ ও সেক্রেটারি রেজাউল করিম সাজু।

এছাড়াও জমিয়তে উলামায়ে কার্যালয় উদ্ধোধনের সময় শতাধিক নেতাকর্মী সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।