• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে র‍্যাবের জালে আওয়ামী লীগ নেতা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫
সিলেটে র‍্যাবের জালে আওয়ামী লীগ নেতা

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৯)।  মঙ্গলবার সকালে সিলেট শহরতলির তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।   তিনি কতোয়ালি মডেল থানায় দায়ের করা বিস্ফোরণ মামলার এজহারভূক্ত আসামী। আবুল কালাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে কতোয়ালী থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব।  কতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, র‌্যাব কর্তৃক আটক হওয়া আবুল কালাম ৪ আগস্ট এর ভাঙচুর ও বিস্ফোরণ মামলার আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।