• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাবিপ্রবিতে নতুন সংগঠন ‘ইনকিলাব ফোরামের’ যাত্রা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪
শাবিপ্রবিতে নতুন সংগঠন ‘ইনকিলাব ফোরামের’ যাত্রা

সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক, সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ্যতা ও নেতৃত্ব বৃদ্ধিতে ভুমিকা রাখার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যাত্রা শুরু করলো নতুন সংগঠন ‘ইনকিলাব ফোরাম’।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন এই সংগঠনের সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের মুজাম্মিল ইসলাম, সাধারণ সম্পাদক পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আবদুর রহমান। কমিটিতে অন্যন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি হাবিবুর রহমান মাসরুর, মো: আবু তাহের সাকিব ও খোরশেদ বিন রফিক, অর্গানাইজিং সেক্রেটারি মো: জাহেদুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মাদ আলি সুমন, অফিস সেক্রেটারি মুমিন আহমদ নিশান, মিডিয়া ও পাবলিসিটি সেক্রেটারি এ এইস কায়েস, কালচারাল সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, ইডুকেশন ও রিচার্স সেক্রেটারি আবু হাসান, এক্সিকিউটিভ মেম্বার আবদুস সবুর আহমেদ, মো: আশিকুজ্জামান ও আব্দুল মুহাইমিন নাকিব।