• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপির বিরুদ্ধে কর্মসূচিতেও বিভক্ত সুনামগঞ্জ আ.লীগ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২২
বিএনপির বিরুদ্ধে কর্মসূচিতেও বিভক্ত সুনামগঞ্জ আ.লীগ

শাল্লার খবর ডেস্ক ::: বিএনপির বিরুদ্ধেও সুনামগঞ্জ শহরে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করতে পারল না আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগের একাংশের উদ্যেগে লাঠি মিছিল এবং অপর অংশ অবস্থান কর্মসূচি পালন করেছে। তবে উভয় গ্রুপই বিএনপির ‘নৈরাজ্য ও নাশকতার’ বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

দুপুরে শহরের রমিজ বিপণির দলীয় কার্যালয় থেকে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের নেতৃত্বে লাঠি মিছিল বের হয়।

বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান গ্রহণ করেন।

লাঠি মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুকুট, সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম প্রমুখ।

বিকেলে ব্যারিস্টার ইমনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানকালে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

পৃথক সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, সরকারবিরোধী আন্দোলনের নামে সুনামগঞ্জে কোথাও কারও জানমালের কিংবা পরিবহনের ক্ষতি হলে দাঁতভাঙা জবাব পাবে বিএনপি।