• ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে মধ্যরাতে ‌‌‘হা ম লা র’ শিকার মিসবাহ সিরাজ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪
সিলেটে মধ্যরাতে ‌‌‘হা ম লা র’ শিকার মিসবাহ সিরাজ

সিলেটে মধ্যরাতে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তবে হামলাকারী ও ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। বর্তমানে তিনি মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে মহানগরীর সুবিদবাজার এলাকায় অজ্ঞাত কিছু যুবকের হামলায় শিকার হন তিনি। পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

 

গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে সিলেটে আদালত ও থানায় একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।

 

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক  বলেন, বিষয়টি নিয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। আমরা খতিয়ে দেখছি।