• ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ৫ দিনে বিজিবির অ ভি যা নে ১০ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪
হবিগঞ্জে ৫ দিনে বিজিবির অ ভি যা নে ১০ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

বিজিবি ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে গত ৫ দিনে ১০ লক্ষাধিক টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। গত ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিজিবির অভিযানে মদ, গাজা, ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করা হয় জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে ভারতীয় মদ-১৩৯ বোতল, গাঁজা-১১৭ কেজি, ইয়াবা ট্যাবলেট-৫৮০ পিস, ফেন্সিডিল-১৮ বোতল। মাদক পরিবহনকারী একটি সিএনজি এবং ৩ জন আসামীকেও আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে কারাগারে।

এ বিষয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান জানান, বিজিবি কর্তৃক মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।